সিলেটে করোনা আক্রান্ত বেড়ে ৪৯

সিলেটে আরও ১৬ জন করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর ফলেএ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় নতুন আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।

এ বিভাগে মোট আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় ২৬ জন, সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৩ জন রয়েছেন।

প্রসঙ্গত, আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানী মারা গেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন