আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ শহরের টিনপট্টি এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে পরিত্যক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত ফয়সাল জানান, টিনপট্টি এলাকার একটি ফাকা জায়গায় ওই নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আছে।
তিনি আরও জানান, নবজাতকের বয়স ১ দিন। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ”টি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।