দিনাজপুরে এমপি গোপাল ও জেলা প্রশাসক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

দিনাজপুর প্রতিনিধি: এন.আই.মিলন

প্রানঘাতী করোনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে দাড়িয়েছে গুজব। আর এই গুজব থেকে জনগনকে সচেতন থাকতে হবে। করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে এই দেশের অনেক ভিন্ন মতদর্শের রাজনৈতিক ব্যক্তিরা অনেক বিভ্রান্তিমূলক কথা বললেও আজকে তারাই জননেত্রী শেখ হাসিনার উপর ভরশা রাখছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শনিবার সন্ধ্যায় কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এমপি গোপাল আরো বলেন, মানুষের জন্যই ধর্ম মানুষের জন্যই কর্ম। মানুষকে সঠিক পথে পরিচালিত কবার জন্য বিভিন্ন বিধান প্রবর্তিত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে কারণ মানুষ রক্ষা না হলে কোনো কিছুরই প্রয়োজন হবে না।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম নুর, সনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বেকারীর প্রোপাইটর আলহাজ্ব শফিউল্লাহ খান শুক্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন