নওগাঁয় সরকারি ভাবে ৭৫০ মেট্রিক চাল ও সাড়ে ৩১ লক্ষ টাকা বিতরন

নওগাঁ প্রতিনিধি: সুমন আলী

নওগাঁয় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া  দিনমজুর ও অসহায় ৭৫ হাজার মানুষের মধ্যে এ পর্যন্ত সরকারীভাবে  ৭৫০ মেট্রিক টন চাল এবং নগদ ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে।জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন, জেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় মানুষের  মাঝে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে স্বচ্চ তালিকা তৈরীর মাধ্যমে উপকারভোগিদের বাড়ি বাড়ি গিয়ে এই সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে।

তিনি জানান জেলায় এ পর্যন্ত মোট ৯৯১ মেট্রিক টন চাল এবং ৪২ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিতরনের পর এখনও তহবিলে ২৪১ মেট্রিক চাল এবং ১০ লক্ষ ৮৫ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলার ১১টি উপজেলা মধ্যে সদর উপজেলায় ৮ হাজার ৪শ পরিবারের মধ্যে ৮৪ মেট্রিক টন চাল ও নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা, আত্রাই উপজেলায় ৫ হাজার ২শ পরিবারের মধ্যে ৫২ মেট্রিকটন চাল ও ২ লাক্ষ ২০ হাজার টাকা, রানীনগর উপজেলায় ৫ হাজার ২শ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন চাল ও নগদ ২লক্ষ ২০ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ৫ হাজার ২শ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন চাল ও ২ লক্ষ ২০ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৭ হাজার পরিবারের মধ্যে ৭০ মেট্রিক টন চাল ও ২ লক্ষ ৯৫ হাজার টাকা, মান্দা উপজেলায় ১১ হাজার পরিবারের মধ্যে ১১০ মেট্রিক টন চাল ও নগদ ৪ লক্ষ ৪৫ হাজার টাকা, পত্নীতলা উপজেলায় ৬ হাজার ৫শ পরিবারের মধ্যৌ ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ৫ হাজার ২শ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, পোরশা উপজেলায় ৫ হাজার পরিবারের মধ্যে ৫০ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৫শ পরিবারের মধ্যে ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা, সাপাহার উপজেলায় ৫ হাজার ২শ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন চাল ও ২ লক্ষ ২০ হাজার টাকা এবং নওগাঁ পৌরসভায় ৪ হাজার ৬শ পরিবারের মধ্যে ৪৬ মেট্রিক টন চাল ও নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন