বাগেরহাটে মুক্তির অপেক্ষায় ৪৮ কারাবন্দী

করোনা পরিস্থিতিতে কিছু কিছু কারাবন্দীদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার।

সেই অংশ হিসেবে বাগেরহাট কারাগারের বিভিন্ন পর্যায়ের মুক্তির জন্য ৪৮ কারাবন্দীর তালিকা কারা অধিদপ্তরে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এই ৪৮ কারাবন্দী মুক্তির অপেক্ষায় রয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার।

তিনি জানান, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে আমরা ৪৮ কয়েদির তালিকা পাঠিয়েছি। এদের মধ্যে ২০ বছরের ওপরে সাজাভোগকারী কয়েদি ১১ জন, ৬ মাস সাজা হওয়া ১৫ জন এবং এক বছর সাজা হওয়া ১৬ জন, লঘুদণ্ডপ্রাপ্ত একজন এবং বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্ত ৫ জন কারাবন্দি রয়েছেন।

কারা অধিদপ্তর থেকে এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন