ডোমারে করোনা উপসর্গে মৃত ব্যাক্তির জানাযায় পুলিশ।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মোসাদ্দেকুর রহমান সাজু

নীলফামারীর ডোমারে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এলাকা শুন্য থাকায় পুলিশ বাহিনীর সদস্য দিয়ে জানাযা ও দাফন সম্পর্ণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের বিওপি বাজার খালপাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৬৫ বৎসরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জনাব মোহাম্মদ ইব্রাহিমকে অবগত করেন। এবং সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাসহ মৃতের বাড়ীতে যান। মৃত ব্যক্তির স্ত্রী,২ছেলে ও ১নাতি ছাড়া পুরো এলাকা লোকশুন্য হয়েছে। মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন এমটি (ইপিআই)এবং এমটি(ল্যাব)। এলাকায় লোকশুন্য থাকায় পুলিশ বাহিনী ও স্বাস্থ্য কর্মির সদস্য সহ মৃতের ২ ছেলে ও ১নাতিকে দিয়ে জানাযা ও দাফন সম্পুর্ন করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমওডিসি ডাঃ মোজাহেদুল করিম, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ ) বেলাল উদ্দিন, সেনেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম,এসআই আজম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলার কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম দিপু জানান,মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে,তার জানাজায় এলাকাবাসীর কেউ অংশ নেয়নি। সেখানে চৌকিদার পাহারায় রাখা হয়েছে
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মোঃ ইব্রাহিম জানান, (করোনার)উপসর্গ দেখে এলাকায় পেনিক সৃষ্টি হয়েছে , সে জন্য নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য প্রেরন করা হচ্ছে । মৃত বাড়ীর ৫০০ গজের মধ্যে আর কোন বসতবাড়ী না থাকায় শুধু ওই বাড়ীটি লকডাউন করা হয়েছে । মৃতের স্ত্রী, ২ছেলে ১ নাতিসহ পুত্রবধুকে বাড়ি থেকে বাহির হতে নিষেধ করা হয়েছে নমুনা রির্পোট পাওয়ার পর তার পরিবারকে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, মৃত ব্যক্তিটি তাবলীগে গিয়ে অসুস্থ্য হলে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়। বাড়ীতে আশার পর বেশী অসুস্থ্য হয়ে ভোর রাত্রিতে মারা যায়।

যে বাড়ীতে মারা গেছে সেই বাড়ীটি লগডাউন করা হয়েছে। আশ পাশের কোন বাড়ী না থাকায় পরিবারের ৫ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এলাকাবাসী না থাকায় আমি ধর্মীয় রিতি নিতি মেনে জানাযা ও দাফন সম্পর্ন করেছি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন