ডোমারে যুবলীগের যুগ্ন আহবায়ক গনেশ আগরওয়ালা’র খাদ্য সামগ্রী বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মোসাদ্দেকুর রহমান সাজু

নীলফামারীর ডোমারে কর্মহীন, অসহায় , দুঃস্থ্য ও গরীব ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে লগডাউন হওয়ায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। তাদের মুখে একটু অন্য তুলে দিতে পাশে দাড়িয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক গনেশ কুমার আগরওয়ালা ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ডোমার উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন, অসহায় ও দুঃস্থ্য,গরীব মানুষের বাড়ী বাড়ী গিয়ে চাল, আলু,তেল,লবন ও সাবান পৌছে দেন। এসময় পৌর ছাত্রলীগ নেতা অনুরাগ সাহা পিয়াল, জাওয়াদ বিন হাসান, মাহফুজার রহমান জয়,ফরহান হাসান ক্যালবিনও মর্তূজা ইসলাম অর্থ এই খাদ্য সামগ্রী বিতরনে সাহায্য করেন। গনেশ কুমার আগর ওয়ালা খাদ্য সামগ্রী বিতরন কালে তাদের সাবান দিয়ে ঘনঘন হাত ধুবেন,বাড়ীথেকে বাহিরে বের হবেন না, যদি কোন সমস্যা হয় আমাকে বলবেন আমি যতটুকু পারি আমার সামর্থ অনুযায়ী বাসায় এসে পৌছে দিব বলে আশ্বাস দেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন