ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মোসাদ্দেকুর রহমান সাজু
নীলফামারীর ডোমারে খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রয় শুরু হয়েছে। ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। চাল বিক্রয় পরিদর্শনে এলেন ইউএনও শাহিনা শবনম।।করোনা ভাইরাস সংক্রমনের কারনে পৌরসভা এলাকার কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত খোলা বাজারে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় ডোমার বাজার পৌর এলাকার বাটার মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর উপস্থিতিতে উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান চাল বিক্রয়ের অনুমতি দেন। সোমবার বিকালে ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে নীলফামারী সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান এসে ডোমার পৌরসভার চার জন ডিলারদের সাথে সমন্বয় করে সপ্তাহে তিন দিন ওএমএস এর চাল বিক্রি করার নির্দেশ দেন। এবং একজন ডিলার, ১ হাজার কেজি চাল ২শতাধিক কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করবেন,এবং প্রত্যেকে ৫ কেজি করে চাল পাবে বলে তিনি জানান।
পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জনসাধারনের উদ্দ্যেশে বলেন করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে সুষ্ঠু পরিবেশে চাল নেয়ার আহবান জানান তিনি। উল্লেখ্য যে,পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ১২ হাজার ।একদিনে চাল বিক্রয়ের পরিমান ১ হাজার কেজি। বরাদ্দকৃত চালের পরিমান কম থাকায় অনেক মানুষকে চাল না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।এছাড়াও ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সর্গীয় ফোর্স সেখানে তদারকি করছেন,পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মনিটরিং টিমকে সেখানে মনিটরিং করতে দেখা গেছে।