ডোমার উপজেলা চত্বরে কোভিড-১৯ প্রতিরোধে জন সচেতনতা মূলক হাতধোয়া বেসিনের শুভ উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মোসাদ্দেকুর রহমান সাজু

নীলফামারীর ডোমারে নভেল কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা মুলক হাতধোয়া বেসিনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও নভেল কোভিড-১৯ করোনা ভাইরাসের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। ভাইরাস দমনের ভ্যাকসিন এখন পয্র্ন্ত তৈরী হয়নি। তাই মরনব্যাধী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে হলে সচেতনতার একমাত্র উপায় হলো ঘনঘন হাতধোয়া। এরই ধারাবাহিকতায় সোমবার (৬এপ্রিল) দুপুরে ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম হাতধুয়ে এ কার্যক্রমের শুভ সুচনা করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন প্রতিদিন উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মানুষ আসা যাওয়া করে, তাদের সুরক্ষিত,ও নিরাপদ রাখতে এবং করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডোমার-নীলফামারীর বাস্তবায়নে হাত ধোয়ার বেসিন নির্মান করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন