খাদ্যমন্ত্রীর নিজস্ব তহবিল হতে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ৩০০ পিপিই ও লক্ষাধিক মাস্ক বিতরন

নওগাঁ প্রতিনিধি: সুমন আলী

দেশব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জীবনে।

সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের ১০ হাজার পরিবারের মানুষদের পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্যমন্ত্রী তার নিজস্ব তহবিল হতে মন্ত্রীর নির্বাচনী এলাকায় কর্মহীন, দিন মজুর ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান, চিনি, ভোজ্য তেল, লবণসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এসব কর্মহীন, দিনমজুর ও অসহায় পবিবারকে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ, সদর হাসপাতাল ও তার নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্্ের করোনা ভাইরাস মোকাবেলায় নিজেদের সুরক্ষিত রাখতে ঢাকা থেকে পাঠানো ৩০০টি পিপিই এবং জেলার ১১ টি উপজেলার জন্য লক্ষাধিক মাস্ক হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ শহরে মন্ত্রীর বাস ভবনে মন্ত্রীর পক্ষে উপজেলা আওযামীলীগের নেতাকর্মীদের হাতে এসব পিপিই ও মাস্ক তুলে দেন জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সুহেল। এছাড়াও

পিপিই হস্তান্তরের সময় মন্ত্রী মোবাইল ফোনে বলেন, পর্যায়ক্রমে দেশের পরিস্থিতি দেখে আমার নিজস্ব তহবিল হতে আরো খাদ্যসামগ্রী বিতরন করা হবে। তাছাড়াও দেশে কোন খাদ্য ঘাটতি নেই। নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক আছে। এরপরও যদি কেউ অসৎ উদ্দেশ্যে বেশি দর আদায়ের চেষ্টা করে তার বিরুদ্ধে প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করবে। পণ্য কিনতে দোকানে গিয়ে দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলকে পরামর্শ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এছাড়াও সরকারিভাবে প্রতিটি উপজেলায় ২য় দফায় ত্রাণ বিতরণ চলছে। এসব কাজে যাতে কোন অনিয়ম না হয়, সেদিকে প্রশাসনের কর্মকর্তাদের কড়া দৃষ্টি রাখার তাগিদ দেন তিনি। এদিকে করোনা মোকাবিলা করতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।#

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন