আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: সুমন আলী

নওগাঁর আত্রাই উপজেলায় পুকুরে ডুবে সোহানা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের একটি পুকুরে এই ঘটনা ঘটে। নিহত সোহানা আক্তার কয়সা গ্রামের সেলিম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় সোহানা। পরে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি এক পর্যায়ে সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন