অনির্দিষ্টকালের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।

রবিবার সকাল ৬ টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে।

দৌলতদিয়া ফেরিঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কখন ফেরি চলাচল শুরু হবে সেটা জানাতে পারেনি তিনি।

স্থানীয়রা জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণেই ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। কারণ, শনিবার হাজার মানুষ গাদাগাদি করে ফেরিতে নদী পার হয়ে ঢাকায় গেছেন। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই যাত্রীরা যেন ঢাকায় যেতে না পারে হয়তো সেজন্য কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন