বাগেরহাটে বাঁধনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে সারাদেশে জনসাধারনের চলাচল সীমিত করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দীনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। পরিবার পরিজন নিয়ে খেটে খাওয়া এসব মানুষ খুব কষ্টে জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় এনজিও সংস্থা বাঁধন এর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলায় অসহায় দরিদ্র দীনমজুর, ভিক্ষুক ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের দশানীস্থ বাঁধনের নিজস্ব কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতারন করা হয়।

এসময় বাঁধনের স্বেচ্ছাসেবকসহ অফিসের কর্মকর্তাবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে অসহায় দরিদ্রদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন , বাঁধনের ইপিআর (সেইরি) প্রকল্পের সম্বনয়কারী সোহাগ হাওলাদার, বাঁধনের কর্মকর্তা জয়নাল সরদার, মামুন আহমেদ, তানজিম আহমেদ, লিজা আক্তার, হিরক পাইক, সোহান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ মার্চ থেকে বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পৌরসভার হাড়িখালী, মেগনিতলা, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজার, একই গ্রামের নিকেরিপাড়া জামে মসজিদ, ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়ড়া, খানপুর ইউনিয়নের কালিবাড়ী বাজার ও ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়ন এবং নলধা-মৌভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশিং স্থাপনসহ জনসাধারনের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতারন করা হয়। এছাড়াও বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জীবানুনাষক স্প্রে করাসহ নিত্য প্রয়োজনীয় ঔষুধ এবং মুদি দোকানে কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ছক তৈরী করেছে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, সরকারি নির্দেশনা মেনে সকল শ্রেনী পেশার মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় সব চেয়ে কষ্টে আছেন দীনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। তাদের কথা চিন্তা করে বাঁধনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে। আগামীতে বাঁধনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতারন করা হবে।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বাঁধনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি বাঁধনের একদল তরুন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। জরুরী মুহুর্তে দেশের প্রয়োজনে বাঁধন মানব উন্নয়ন সংস্থা সব সময় সমাজের অসহায় দরিদ্রদের পাশে আছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন