শরণখোলায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের শরণখোলায় সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে শরণখোলা বাজারে মূল্য তালিকা না থাকা ও শিশু খাদ্যের লাইসেন্সে না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বাজার মনিটরিংয়ের নিয়মিত পর্যবেক্ষন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি। শরণখোলা বাজারে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে মেসার্স রহমান স্টোরের আঃ রহমান ও মেসার্স ডালিম ষ্টোরের মালিক ডালিমকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভবিষ্যতে প্রকাশ্যে মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া শিশু খাদ্যের লাইসেন্স না থাকায় বেবী সপের মালিক তুফানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন