হোসেনপুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পৌরসদর,নতুন বাজার,রামপুর বাজার, পিতলগঞ্জ বাজার, হাজিপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম জানান, এ সময়ে সড়ক পরিবহন আইন ১৮৬০ ও ২০১৮ অনুযায়ী ৩০টি মামলায় বিভিন্ন পরিবহন মালিকদের কাছ থেকে ১৭ হাজার ৪০০টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য সর্তক করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জান এ সময় তাঁকে সহযোগিতা করেন সেনাবাহিনীর মেজর ইমরান। করোনাভাইরাস মোকাবেলায় এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে সকলকে সকলকে ঘরে থাকার আহব্বান জানান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন