ফরিদপুরে অসহায় মানুষের মাঝে নিত্যপণ্যের সঙ্গে ইলিশ বিতরণ

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপণ্যের সঙ্গে একটি করে ইলিশ মাছ বিতরণ করেন স্থানীয় তরুণ ব্যবসায়ী মিঠু মিয়া।

শনিবার দুপুরে শহরের আশপাশের অর্ধশতাধিক পরিবারের মাঝে ব্যতিক্রমী এই ত্রাণ সহায়তা দেয়া হয়।

নিত্যপণ্যের সঙ্গে মাছ পেয়ে বেজায় খুশি অসহায় মানুষরা।

মিঠু বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন এসব হতদরিদ্র মানুষ চাল-ডাল, তেল-আলু পেলেও মাছ খেতে পারছে না। তাই তাদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন