মাগুরায় সেনাবাহিনীর উদ্যোগে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প তৃণমুল মানুষের দাড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছানোই লক্ষ্য

মাগুরা প্রতিনিধিঃ রক্সী খান

করোনা পরিস্থিতেতে তৃণমুল মানুষের দাড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেবার লক্ষ্যে মাগুরা সদরের হাজিপুর এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সৌজন্যে লেবারেটিং গানার্স এর ব্যবস্থাপনা ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল থেকে সেনা বাহিনীর চিকিৎসকরা বিভিন্ন বয়সের রোগী দেখেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার ২ শতাধিক মানুষের চিকিৎসা সেবা সহ রোগীদের ব্যবস্থা পত্রের সাথে বিনামুল্যে ওষুধ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতার নানা পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি এ ক্যাম্পের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কর্নেল ডাক্তার আলমগীর, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়াান ও হাজিপুর পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক আখরোট।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন