আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও জরিমানা বা বাড়তি চার্জ আদায় করতে পারবে না ব্যাংক। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে জরুরি এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, এরইমধ্যে কোন ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। এই নির্দেশনা ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে। সব ব্যাংকের ক্রেডিট কার্ডে বিল পরিশোধের নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ আছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নূন্যতম বিল পরিশোধ না করলে জরিমানা গুণতে হয়।
এছাড়া অপরিশোধিত বিলের ওপর নির্ধারিত হারে সুদ আরোপ করা হয়। এর আগে করোনাভাইরাসের কারণে জুন পর্যন্ত ব্যাংক ঋণে সুদ না দিলেও খেলাপী না করতে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।