নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিবে

মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আজ রোববার (০৫ এপ্রিল) থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু করতে যাচ্ছে। শুধু করোনা আক্রান্ত নয়, সব ধরনের রোগীর সেবা নিশ্চিতে উদ্যোগী হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এই ফাউন্ডেশনটি। এক ভিডিও বার্তায় মাশরাফী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ভিডিও বার্তায় মাশরাফী বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছে। আমরা মনে করি খাদ্য দ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসটাও জরুরি। কারণ করোনা রোগ ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন তারা যেনো সঠিক চিকিৎসাটা পাই এইজন্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা দু’জন চিকিৎসক দিয়ে শুরু করছি। আশা করছি নড়াইলে আরও যারা চিকিৎসক আছেন তারাও এগিয়ে আসবেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন