সোমবার (০৬ মার্চ) থেকে খুলনা মেডিকেল কলেজে চালু হচ্ছে করোনা রোগ শনাক্তের জন্য পিসিআর মেশিন। সংশ্লিষ্টরা বলছেন, এ পরীক্ষার কার্যক্রম চালু হলে এ অঞ্চলে আতঙ্ক কমবে।
খুলনা মেডিকেল কলেজের তৃতীয় তলায় মাইক্রোবাইলোজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে জোরেশোরে। ইতোমধ্যে ল্যাব প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটু দেরিতে হলেও কয়েকটি ধাপে বিভক্ত করে একটি আর্ন্তজাতিক মানের ল্যাব স্থাপন করা হয়েছে। পিসিআর মেশিন বসানোর কাজ শেষ হয়েছে। সোমবার থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী করোনা শনাক্তে মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ শুরু হবে।
পিসিআর এর দায়িত্বে থাকা টেকনিশিয়ান জানান, এই মেশিনে ২৪ ঘণ্টার মধ্যে এক সাথে ৯৬টি পরীক্ষা করা সম্ভব হবে।
পিসিআর মেশিন স্থাপিত হওয়াতে মানুষের মধ্যে আতঙ্ক কমে যাবে বলে মনে করেন এই চিকিৎসক।
খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল, ডা. মেহেদী নেওয়াজ বলেন, মানুষের ভেতরে যে একটা হতাশা এবং আতঙ্ক যেটা সেটা কেটে যাওয়াও একটা বড় বিষয়, আমি মনে করি এটা খুলনাবাসীর জন্য ভালো দিক।
খুলনাঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ব্যবস্থাসহ ১০০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।