ব্রাহ্মণবাড়িয়ায় একটি গ্যারেজে আগুন লেগে ২৪টি সিএনজি চালিত অটোরিকশা ও ৭ ইজিবাইক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, কসবার অনন্তপুর বাজারের একটি গ্যারেজে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এরইমধ্যে গ্যারেজে রাখা ১৭টি সিএনজি অটোরিকশা, ৭টি ইজিবাইক ও একটি মুদি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।