আত্রাইয়ে অগ্নিকান্ডে ৫টি গরু ভস্মিভূত,ঝলসে আহত আরও ৪টি

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : আব্দুল মজিদ মল্লিক

নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে এক কৃষকের ৫ টি গরু পুড়ে  মারা গেছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৪ টি গরু আগুনে ঝলসে আহত হয়েছে।  শুক্রবার ভোর রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের থাওঐ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ কৃষকের ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গরুর মালিক থাওঐ পাড়া গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে তুফান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি গরুগুলিদের খাবার দিয়ে নিজের ঘরে শুয়েপরেন। এরপর তারা পরিবারের সকলেই ঘুমিয়ে থাতাকালে। ভোর সাড়ে ৪ টার দিকে  বাইরে বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখতে পাই।

চিৎকার শুরু করে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৫ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় আরও ৪ টি গরু। তবে আগুন লাগার কারন জানা যায়নি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন