ডিমলায় গভীর রাতে দুস্থদের দ্বারে দ্বারে ত্রান নিয়ে এসপি

দেশব্যাপি করোনা ভাইরাসের কারনে নীলফামারীর ডিমলা উপজেলায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দুস্থ অসহায় ২শ পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রান পৌছে দিলেন নীলফামারীর এসপি।

বৃহঃবার গভীর রাতে নীলফামারী জেলা পুলিশের উদ্দেগে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া দুস্থ্য ও অসহায় ২শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, পিয়াজ, মরিচ, লবন, সাবান ও ১টি মাস্ক বিতরন করা হয়েছে।

এ সময় নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নীলফামারী আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দুস্থ অসহায় পরিবারের খোজ খবর নেন এবং নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন