বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটি শ্বাসকষ্ট নিয়ে বুধবার (১ এপ্রিল) দুপুরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয় এবং সন্ধ্যায় মারা যায়। তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান জানান, শিশুটিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তির আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানের চিকিৎসকরা তাকে এই হাসপাতালে পাঠিয়ে দেয়। সে পায়ে ব্যথা, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে খুব খারাপ অবস্থায় ভর্তি হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যায়।
আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, মৃত শিশুটির নমুনা নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) নমুনা পরীক্ষার পর জানা যাবে সে কোভিট-১৯ এ আক্রান্ত ছিল কিনা।