নৌবাহিনী দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল

করোনাভাইরাসে সংক্রমন রোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে অবস্থান করা মোংলার অসহায় তিনশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নৌ-বাহিনীর খুলনা আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে মোংলা নৌ-বাহিনীর আবাসিক নৌ-সেনা ঘাঁটিতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, মোংলা বন্দরসহ উপজেলার উপকূলীয় এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মানুষগুলো মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘর থেকে বের হতে পারছেন না। বিশেষ করে যারা দৈনিক কাজ না করলে তাদের সংসার চলে না।

নৌবাহিনী এ সময় চরাঞ্চল এলাকার ৩শ’ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় প্রত্যেক পরিবারকে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু ও সাবান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন