বাড়ি ভংচুর-গাছের চারা কর্তন, জমি নিয়ে বিরোধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রবাইতারী গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর, লুটপাট এবং পুকুরের পাড়ে লাগানো ৯ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা কর্তন করেছে প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা।  

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিন রাতে ধীনেশ চন্দ্র ভদ্র ও রমজান আলী বাদি হয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন। দু’টি মামলার একটিতে ২৫ জন এবং অপরটিতে ৩০ জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করা হয়েছে।  

 এলাকাবাসী জানান, রাবাইতারী গ্রামে ১৭ একর ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন থেকে ধীনেশ চন্দ্র ভদ্রের সাথে সুবল চন্দ্র কর ও জুরান আলী গংয়ের বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এ অবস্থায় দীর্ঘ ১৭ বছর ধরে মামলা চলার পর প্রায় ১ বছর আগে ধীনেশ চন্দ্র ভদ্র তাদের পক্ষে রায় পান। এ অবস্থায় আদালত নিয়োজিত কমিশনের উপস্থিতে ঢোলসহরত করে লাল পতাকা টানিয়ে জমির দখল বুঝে দেয়া হয়। জমির দখল পাওয়ার পর মাছ চাষের জন্য রমজান আলীকে পুকুর লিজ দেয়া হয়। রমজান আলী মালিকদের অনুমতিতে পুকুরের পাড়ে বাড়িঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করার পাশাপাশি পুকুরে মাছ চাষ শুরু করেন। এছাড়া ধীনেশ চন্দ্র ভদ্র পুকুরের পাড়ে ৯ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।

এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সুবল চন্দ্র কর ও জুরান আলীর নেতৃত্বে ৯০ জনের মতো দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে হামলা চালিয় রমজান আলীর বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার পাশাপাশি গাছের চারাগুলো কেটে ফেলে জমির দখল নিতে চেষ্টা করে। 

 ফুলবাড়ী থানার ইন্সেপক্টর (তদন্ত) নবীউল হাসান জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 


এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। সেই সঙ্গে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন