৫ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ

ঘরে থাকার প্রতিজ্ঞায় পাঁচ হাজার অসহায় পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন বাড্ডার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর। নিউ বাড্ডা থিয়েটারে উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। 

করোনা ভাইরাসের প্রকোপ রুখতে নির্ধারিত সময় পর্যন্ত যারা ঘরে থাকবেন, নিজ এলাকার সেসব নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। 

প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়। সবাইকে ঘরে আলাদা মনিটরিং টিম গঠনের কথাও জানানো হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে কাউন্সিলর মাসুম গনি তাপসের পাশাপাশি নিউ থিয়েটার সংগঠনের কর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন