বালি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরে

যশোর শহরের খড়কি এলাকায় বড় আল আমিন (২৪) নামে এক বালি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে আরো দু’জনকে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত বড় আল আমিন শহরের খড়কি এলাকার আলগীর হোসেনের ছেলে। আহতরা হলেন- খড়কির আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২) ও ইফাজতুল্লাহ সরদারের ছেলে সাহেব আলী (৪৫)।

আহত ছোট আল আমিন জানান, বড় আল আমিন খড়কির সিরাজ ও শরিফের কাছে বালি বিক্রি করেছিলেন। বুধবার রাত ৯টার দিকে তারা তিনজন বালি বিক্রির সাড়ে ১৭ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খড়কি কবরস্থান মসজিদ মোড়ে পৌঁছালে একই এলাকার জামাল, হিরা, পিন্টু, বিপুল, লিটন, তরিকুলসহ ১০/১২ জন তাদের গতিরোধ করে এবং তিনজনকেই কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বড় আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মারা যান বড় আল আমিন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫/৬ জনকে হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন