দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় স্থানীয় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এদেরকে আগে থেকেই চিহ্নিত করে রাখেন। কেউ যেন ত্রাণ সহায়তা থেকে বাদ না পড়েন কিংবা কেউ যেন একাধিকবার ত্রাণ না পান সে বিষয়টি খেয়াল রাখা হয় বলে জানান উদ্যোক্তারা।

বুধবার সকালে কামরাঙ্গীর চরের ৫৬ নম্বর ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণের এ কার্যক্রম শুরু করা হয়। প্রয়োজন এবং চাহিদা বিবেচনা করে আগে থেকেই দুস্থ এবং অসহায়দের চিহ্নিত করে সুশৃঙ্খলভাবে লাইনে রাখা হয়। করোনার বিস্তার রোধে নির্দিষ্ট সামাজিক দূরত্ব ধরে রেখেই তাদের বসার ব্যবস্থা করা হয়। এদিন প্রায় ছয়শো পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি জানান ত্রাণ সামগ্রী বিতরণের এ কার্যক্রম প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন এলকায় চলমান থাকবে। প্রতিদিন প্রায় ছয়’শ পরিবারের মধ্যে এ ত্রাণ দেয়া হবে। এছাড়া এর মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হচ্ছে বলে জানান তারা।

 কাউন্সিলর নূরে আলম বলেন, দুস্থ পরিবারদের বাসায় ত্রাণ পৌঁছে দিয়েছি আমরা। আজ থেকেই শুরু হলো ত্রাণ সরবারহের কাজ।
ত্রাণ সামগ্রী বিতরণের এই আয়োজনটির উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন