পাবনায় শ্বাসকষ্টে সবজি ব্যবসায়ীর মৃত্যু

পাবনায় শ্বাসকষ্টে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হলে বাড়িতে আনা হয় তাকে।

মঙ্গলবার সকালে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেয়ার আগেই নিজ বাড়িতে মারা যান তিনি। মারা যাওয়া ব্যক্তির নাম রমজান আলী (৪০)। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কিডনির নানা জটিলতায় ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তার মৃত্যুর সাথে কোভিড ১৯ এর কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

জেলা প্রশাসক জানান, মঙ্গলবার সকালে রমজান আলীর শ্বাসকষ্টে মৃত্যুর খবর পাওয়ার পর আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়েছি। তিনি কোভিড ১৯ এ আক্রান্ত ছিলেন না। তার মৃত্যু নিয়ে স্থানীয়দের আতংকিত হবার কোনো কারণ নেই।

আরজে/জেডএস

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন