যে ডাক্তার নির্ভয়ে সর্দি-জ্বরের চিকিৎসা দিচ্ছেন

যখন করোনা আতঙ্ক সর্বত্র তখন হাসপাতালগুলো খালি হয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তারদেরকে সেভাবে পাচ্ছে না মানুষ। অনেকেই বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাসাবাড়িতে  চিকিৎসা নিচ্ছেন। এসময় নিজ ডায়াগনস্টিক সেন্টারে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম ফকির।

নেত্রকোনা শহরের মাইক্রোষ্ট্যান্ড মোড়ে শাহ সুলতান ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দেয়া হচ্ছে সর্দি-জ্বর আক্রান্তদেরকে চিকিৎসা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ১০ থেকে ১৫ জন রোগী এসে সেবা নিয়ে গেছেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ঘুরে আসা এক বৃদ্ধাকে দেখা গেছে ওয়েটিং কক্ষেই বেডের ব্যবস্থা করে স্যালাইন দিয়ে রাখতে।

এ ব্যাপারে ডাক্তার নজরুল ইসলাম ফকির বলেন, এই মুহূর্তে মানুষের সেবা করা বেশি জরুরি। আমার শিশু রোগীর বাইরেও বলে দিয়েছি যারা সর্দিজ্বর নিয়ে ভুগছেন তারা আসবেন। আমি সাধ্যমতো চিকিৎসা দেবো। রোগীদের ভয় পাওয়া সেবকের কাজ নয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন