জামালপুরে এক কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মেলান্দহ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে মেলান্দহ উপজেলায় ঘরে ঢুকে ওই কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করে সংঘবদ্ধ একদল যুবক। পরে ভোর রাতে পার্শ্ববর্তী জমি থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা সদর থানায় মিজানকে প্রধান আসামি করে ২ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।