রামেকে কিট এলেই করোনা পরীক্ষা শুরু

করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) আরপি পিসিআর মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশাবাদ, কিট এলেই শুরু করা যাবে নমুনা পরীক্ষা। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

রাজশাহী মেডিকেল কলেজে চলছে আরটি পিসিআর যন্ত্র স্থাপন ও পরীক্ষাগার নির্মাণের কাজ। দ্রুততম সময়ে প্রাইমার বা কিটও পৌঁছে যাবে। কর্তৃপক্ষ জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে পহেলা এপ্রিল থেকে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব হবে। এরইমধ্যে করোনা পরীক্ষার সাথে যুক্ত চিকিৎসাকর্মীদের সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, আমাদের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। এখন মেশিন বসলেই কাজ শুরু হবে।

করোনা ভাইরাস পরীক্ষার জন্য এরই মধ্যে প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট।


রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেয়া হয়েছে।

ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, আশা করছি সবকিছু ঠিকভাবে পেলে আমরা দিনে ৮-১০টি টেস্ট করতে পারব।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন