মোবাইল ব্যাংকিংয়ে মাসিক লেনদেন সীমা ২ লাখ টাকা

মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ মাসিক লেনদেনের সীমা দুই লাখ অপরিবর্তিত রাখা হয়েছে।  বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। সরকার করোনা মহামারির কারণে চলাচলে বিধিনিষেধ আরোপের পর গত ৪ এপ্রিল মোবাইল ব্যাংকিংয়ে মাসিক লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছিল।

তবে, মোবাইল ব্যাংকিংয়ে কোন চার্জ ছাড়াই ৪০ হাজার টাকা লেনদেনের সুযোগ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার সম্প্রতি স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড আবার চালু করায়, এ সুবিধা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে এমএফএস সেবা প্রদানকারীরা তাদের ব্যবসায়িক নীতি অনুযায়ী চার্জ আরোপ করতে পারবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন