মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বিলনালাই যুব সংঘের উদ্দ্যোগে মরহুম আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় বিলনালাই পুরাতন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও আগামী ২ নং সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুর রহমান মিঠুর তত্ত্বাবধানে ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ- ১ আসনের এমপি আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি নীনা রহমান, বিশিষ্ঠ সমাজ সেবিকা ফারহানা রহমান (হ্যাপী), সিংজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিদুর রহমান (সুর্য্য), মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান (টিপু), বিশিষ্ঠ সমাজ সেবক মোজাহারুল ইসলাম (ঝিলু),মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম (মটটু),মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান (জনি), মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল বাশার, ঘিওর উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য আবু মোঃ মফিজুর রহমান (অনি) প্রমুখ।
টান টান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলায় বিশাল বন্ধু সংঘ বনাম মেসার্স তাকবির এন্টার প্রাইজের মাঝে খেলাটি সম্পন্ন হয়। তাকবির এন্টারপ্রাইজ ২-০ পয়েন্টে বিশাল বন্ধু সংঘকে হারিয়ে জয় লাভ করে। এছাড়া এ টুর্নামেন্টের অংশগ্রহণ কারী ১৬টি দলের মধ্যে মেসার্স তাকবির এন্টারপ্রাইজকে সেরা দল হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এর আগে প্রধান অথিতি বিলনালাই বাজারে মোঃ সোহেল রানা বাদলের সিটি ব্যাংক ও মোঃ কাজী নজরুল ইসলামের ব্যাংক এশিয়া নামের দুটি এজেন্ট ব্যাংক উদ্বোধন করেন।
বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি