গাছ থাকবে, মশা নয়

নগরবাসী অনেকেই বাসার বারান্দায় বা ছাদে এক টুকরো বাগান করতে ভালোবাসেন। কর্মস্থলের বহুতল ভবনের উঁচু জানালা থেকেই দেখি কিংবা ছোট্ট তিনতলা বাড়ির ছাদ থেকে, শহরবাসীর বাসস্থানকে সবুজ করার প্রয়াস দেখে বুঝতে পারি, এ শহরে সবুজপ্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে কারও কারও কাছে শুনেছি গতবার ডেঙ্গুর মৌসুমে মশার ভয়ে গাছপালা ফেলে দেওয়ার মতো ঘটনাও।

বিশেষজ্ঞ মতামত হলো, বাড়িতে গাছের টব রেখেও মশার প্রকোপ থেকে বাঁচা সম্ভব। প্রয়োজন একটু সচেতনতা। গাছের গোড়ায় পানি জমে থাকতে দেওয়া যাবে না, এটাই হলো আসল কথা। এমনটাই জানালেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট দীপঙ্কর কুমার বসাক। আর স্বাস্থ্যসচেতনতার বাকি নিয়মগুলো তো মেনে চলতে হবে।

জমাট পানি প্রসঙ্গে

* টব, টবের নিচে রাখা প্লেট বা আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখুন। গাছ রাখতে চাইলে গাছের পরিচর্যায় সময় দিন, এভাবে বারান্দা ও ছাদ পরিষ্কার রাখাও হবে।

* কেউ বারান্দা বা ছাদের বাগানে পাখিদের জন্য পানি বা খাবারের পাত্র রাখতে পারেন, তবে তিন-চার দিন অন্তর অবশ্যই এগুলো মেজেঘষে পরিষ্কার করুন (খাবারের পাত্রে বৃষ্টির পানিও জমতে পারে) আর পানির পাত্রের পানিও নিয়মিত বদলে দিন।

* ঘরে ফুলদানিতে তাজা ফুল রাখতে চাইলে ফুলদানির পানিও একইভাবে বদলে দিন, ফুলদানি পরিষ্কার রাখুন। বাড়ির যেসব জায়গায়, যেসব পাত্রে বৃষ্টির পানি জমতে পারে বা অন্য যেকোনোভাবে পানি জমতে পারে, সেগুলোর দিকেও লক্ষ রাখুন। কোনোভাবেই যেন তিন-চার দিনের বেশি সময় ধরে পানি জমে না থাকে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন