কিশোরগঞ্জের প্রেস ক্লাব আহবায়ক হাসান তনা করোনা সংক্রমিত

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক হাসান তনা(৪২) করোনা সংক্রমিত হয়েছেন।করোনা উপসর্গ থাকায় তনা গত ৪ আগস্ট কিশোরগঞ্জ হাসপাতলে নমুনা দেন। ৬ আগস্ট তাঁর করোনা পজেটিভ রেজাল্ট আসে। হাসান তনা  দৈনিক করতোয়া ও জয়যাত্রা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি।

এছাড়া তিনি জনপ্রিয় অনলাইন ঢাকা টাইমস, জুমবাংলা, ফোকাসবিডি ২৪ডট কম,  জার্নাল বিডি২৪কম’র উপজেলা প্রতিনিধি। বর্তমান তিনি কিশোরগঞ্জ মুন্সিপাড়ার বাসায় হোম আইসোলেসনে আছেন। তিনি সুস্থ্য রয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

বার্তা প্রেরক
মো: লাতিফুল আজম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন