মেটলাইফ ফাউন্ডেশনের সাজেদা ফাউন্ডেশনকে দেড় লাখ ডলার অনুদান

কভিড-১৯ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করছে মেটলাইফ ফাউন্ডেশন।

মেটলাইফ ফাউন্ডেশনের কাছ থেকে অনুদান হিসেবে প্রাপ্ত দেড় লাখ মার্কিন ডলার সাজেদা ফাউন্ডেশন কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এমন নির্দিষ্টসংখ্যক সম্মুখসারির স্বাস্থ্যকর্মীর অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করবে। পাশাপাশি অনুদানের একটি অংশ নারায়ণগঞ্জে অবস্থিত সাজেদা ফাউন্ডেশনের কভিড-১৯ আইসোলেশন সেন্টারের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবহার করবে।

নির্বাচিত প্রতিটি পরিবার আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ টাকা করে পাবে। এক্ষেত্রে কারা আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবে সে প্রক্রিয়া এবং আর্থিক সহায়তা পরিবারগুলোর কাছে পৌঁছানোর বিষয়টি তদারকি করবে সাজেদা ফাউন্ডেশন।

এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদা ফিজা কবীর বলেন, কভিড-১৯ সংকটের শুরু থেকেই আমরা একটি কোয়ারেন্টিন ও আইসোলেশন সেন্টার পরিচালনা করছি। এটা পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি, সংকটকালে স্বাস্থ্যকর্মীরা চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করছেন। সহায়তার জন্য মেটলাইফ ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি, এ অনুদান স্বাস্থ্যকর্মীদের সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে।

মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, দেশের কভিড-১৯ পরিস্থিতির সঠিক ব্যবস্থাপনা ও সফলভাবে পরিচালনার জন্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য। মেটলাইফ ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশনের এ যৌথ উদ্যোগের মাধ্যমে নির্ভীক সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন