টিকে গ্রুপ পাঁচ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিল

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামের পাঁচ হাসপাতালকে ২০টি ভেন্টিলেটর দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ টিকে। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকে গ্রুপের দেয়া ২০টি ভেন্টিলেটরের মধ্যে ১০টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তিনটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, তিনটি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে, দুটি সার্জিস্কোপ হাসপাতালে ও দুটি পার্কভিউ হাসপাতালে দেয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, ডিসি স্যারের আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ করোনা রোগীদের চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর দিয়েছে। এসব ভেন্টিলেটর চট্টগ্রাম নগরের পাঁচটি হাসপাতালে প্রদান করা হয়েছে।

টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক জানান, করোনা রোগী দ্রুত বাড়তে থাকায় তাদের চিকিৎসার জন্য টিকে গ্রুপের এমডি স্যারের নির্দেশে চীন থেকে ২০টি ভেন্টিলেটর আমদানি করে জেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে। এতে করে চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসায় এসব ভেন্টিলেটর কাজে আসবে বলে মনে করেন তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন