কানাডার আলবার্টায় লকডাউন শিথিল করে ব্যবসাবাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।
দেশ পুরোপুরি করোনামুক্ত না হওয়ায় সব ব্যবসাপ্রতিষ্ঠান এখনই খুলছে না। জানাজা ও বিয়ের অনুষ্ঠানে ইনডোরের সমাবেশগুলোতে এখন শারীরিক দূরত্ব বজায় রেখে ৫০ জন লোক থাকতে পারবে এবং বাইরের ইভেন্টে– ইনডোর আসন সভা, বিনোদন, খেলাধুলা ও পাবলিক ইভেন্টে ১০০ জন লোক থাকতে পারবে।
উল্লেখ্য, আলবার্টায় মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। অফিস কর্মকর্তাদের নির্দেশে অফিস করতে হলেও স্বাস্থ্যবিধি মেনে তা করা হচ্ছে। প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই চান না এ মুহূর্তে কাজে যোগ দিতে।