ব্যাংককের চাও ফ্রায়া নদীর বুকে ছুটে চলেছে বিশাল নৌবহর। আর সেই নৌবহরের সম্মুখে উড়ছে লাল সবুজের পতাকা। সেই সাথে ভেসে আসছে গানের সুর, জয় বাংলা, বাংলার জয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত হয় মনোমুগ্ধকর এই নৌ প্রদর্শনীর।
বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোগ নেন মারমেইড ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে এক বিস্ময়ের নাম। এই গৌরবগাথা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই।বাংলাদেশকে একটি প্রগতিশীল দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান মারমেইড ইকো রিসোর্টের পরিচালক সামিহা আলম বৃষ্টি। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মারমেইড ইকো রিসোর্টের প্রধান নির্বাহী রাদ হোসেন।