সিঙ্গাপুরে করোনায় মোট আক্রান্ত ৪১৮৩৩, সুস্থ ৩৪২২৪ জন

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জুন আরও ৭৬৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এখন পর্যন্ত বাসায় ফিরেছেন ৩৪২২৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে নতুন করে ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৩৩ জন।

শনিবার আক্রান্তদের মধ্যে কোনো সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই। ২ জন ওয়ার্কপাশ হোল্ডার (যারা ডরমেটরির বাইরে বাস করেন)। বাকি ২১৬ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ১০ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিল কিন্তু অন্যকোনো কারণে মৃত্যু হয়েছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে৷

১৮৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৭৩৯৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন