ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ১৯৫৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে ২৫ কেজি চাল, ডাল, তেল, হাইজন প্যাকেটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ৩০০টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ঢাকা জোনের জোনাল ম্যানেজার মো. খাইরুল ইসলাম ও ঢাকা এরিয়া ম্যানেজার মো. মোরশেদ আলী। সোহরাওয়ার্দী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইপাইল শাখার ব্যবস্থাপক মো. আ. রাজ্জাক।
বিজ্ঞপ্তি