লেবাননে এক বাংলাদেশিকে অপহণকারী চক্রের হাত থেকে উদ্ধার করেছে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্স। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক নারীসহ তিন বাংলাদেশিকে।
গত ১ জুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্থানীয় কাপাসিমা এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে। পরে অপহরণকারীরা ওই বাংলাদেশির ভাইয়ের কাছে ফোনে ৩ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে তাকে জবাই করে হত্যার হুমকিও দেয় তারা।
অভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্সের বিশেষায়িত সদস্যরা প্রথমেই মূল হোতাকে কাপাসিমা এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার সময় আটক করে।
পরে তার বাড়ি অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আরও দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করে তারা। এসময় অপহৃত বাংলাদেশিকেও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা অর্থ উপার্জনের জন্য এই পথ বেছে নিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।