ভার্চুয়াল কনফারেন্স হল ন্যাশনাল ব্যাংকে

ন্যাশনাল ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল ম্যানেজার কনফারেন্স রোববার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদের সভাপতিত্বে ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল ও উপব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। সভায় করোনা মহামারির এ দুর্যোগকালীন সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবা অব্যাহত রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকার নির্দেশিত সব ধরনের স্থাস্থ্যবিধি পরিপালন করে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে সব গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন