মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) তার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ‘মিডল্যান্ড অনলাইন’-এর নিবন্ধন প্রক্রিয়াকে আরো সহজ করেছে। এখন কভিড-১৯ সংক্রমণের কারণে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহার ক্রমবর্ধমান। ব্যাংকের গ্রাহকরা এখন থেকে শাখায় না গিয়েও নিজেই যেকোনো স্থান থেকে সাইনআপ করে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের (এমডিবি) ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’ চালু করতে পারবেন।
স্বনিবন্ধকরণ প্রক্রিয়াটির মাধ্যমে গ্রাহকরা এই লিংকে (https://ibanking.midlandbankbd.net)
গিয়ে কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি সাধারণ ধাপ সম্পন্ন করে ‘মিডল্যান্ড অনলাইন’ ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করতে পারবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস ও ই-মেইলে এ টু-ফ্যাক্টর আথেনটিকেশনের মাধ্যমে যাচাই করা হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এখন দেশব্যাপী লকডাউন চলাকালে যারা বাড়িতে থেকে ব্যাংকিং করা পছন্দ করেন, এই পরিষেবাটি তাদের অনেক উপকার করবে।
গ্রাহকরা ‘মিডল্যান্ড অনলাইন’ ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করে মিডল্যান্ড ব্যাংক এবং অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে রিয়েল টাইমে টাকা স্থানান্তর করতে পারবেন, মিডল্যান্ড ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন, ইউটিলিটি বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জ করতে পারবেন। তারা রিয়েল টাইম অ্যাকাউন্ট ব্যালান্স অনুসন্ধান, অ্যাকাউন্টের বিবরণী, চেক বইয়ের অনুরোধ করতে পারবেন, এফডিআর এবং আমানত প্রকল্পের বিবরণ এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ও ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া মিডল্যান্ডের অনলাইনের মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে ফান্ড ট্রান্সফারও করা যাবে।
সেবাটির বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান বলেন, মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সমাধানের ক্ষেত্রে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা বিশ্বাস করি ডিজিটাল ব্যাংকিং হলো ভবিষ্যতের ব্যাংকিং, যেহেতু গ্রাহকরা এখন ঘরে বসেই ২৪/৭ ভিত্তিতে ব্যাংকিং করতে চান।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে কভিড ১৯ মহামারী চলাকালীন আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য পরিষেবাটি প্রচুর উপকারে আসবে। কারণ তারা রিয়েল টাইমে তাদের ব্যাংকিংয়ের তথ্য পাবেন, বিল পরিশোধ করবেন এবং অর্থ স্থানান্তর করবেন এবং তাদের ঘরে নিরাপদে থেকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন, যা তার স্বাস্থ্যঝুঁকি রোধ করবে। ভবিষ্যতে আমরা আমাদের গ্রাহকদের যেকোনো সময় যেকোনো স্থান থেকে ব্যাংকিং পরিষেবা প্রদানে সহায়তা করতে আরো প্রযুক্তি সক্ষম উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবা চালু করব।