করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃহৎশিল্প ও সেবা খাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস, সাউথ বাংলা ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মো. জিয়াউল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঋণ প্যাকেজের আওতায় গ্রাহকরা সাড়ে চার শতাংশ সুদে ঋণ পাবেন, বাকি সাড়ে চার শতাংশ সুদ সরকার ব্যাংকগুলোকে ভর্তুকি দেবে।
বিজ্ঞপ্তি