এবছর টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় মৌসুমি ফল ঝুলন্ত আমের দৃশ্য যেন মন কেড়ে নেয়। সারি সারি আম গাছের ডালে ডালে হরেক রকমের আম ঝুলে আছে৷ চাষীরা ব্যস্ত পরিচর্যায়৷ প্রতিদিন গাছের দিকে এক বুক আশা নিয়ে তাকায়, কবে আম পাকবে, সে অপেক্ষায়৷
অন্য বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হয়েছে৷ তবে প্রাকৃতিক দূর্যোগে বিপাকে পড়েছেন চাষীরা। প্রতিদিন ঝড়ো হাওয়া আর শীলা বৃষ্টিতে নষ্ট হয়ে ঝরে পড়ছে অসংখ্য আম। আমগুলো পাকার সময়ে এমন দুর্যোগ তাদের হতাশ করে দিচ্ছে৷
মোঃ আনোয়ার হোসেন নামে এক চাষীর সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরের তুলনায় এ বছর আমের ফলনটা একটু বেশিই ছিল। কিন্তু শীলা বৃষ্টি আর প্রাকৃতিক দূর্যোগ, কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারনে প্রতিদিন ঝরে পড়ছে অসংখ্য কাঁচা আম।
এতে আমার মতো অনেক চাষীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে৷
তিনি আরও বলেন, বাগানে আমের মুকুল থেকে শুরু করে এ পর্যন্ত যে অর্থ ব্যয় করেছি, তা আম বিক্রি করে তুলতে পারবো বলে মনে হচ্ছে না।
প্রথম দিকে ফলন ভালো দেখে পরিচর্যাও একটু বাড়িয়ে দিতে হয়েছে। অর্থও ব্যয় করেছি অনেক। কিন্তু কালবৈশাখী ঝড়ে প্রতিনিয়ত যে পরিমাণ আম ঝরে যাচ্ছে, তাতে মনে হচ্ছে ব্যয় করা টাকাই ফিরে পাবো না।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাষীদের পরামর্শ ও ক্ষতিগ্রস্থদের সহায়তার অনুরোধ করেন।
মোঃ ইসমাইল, টাঙ্গাইল প্রতিনিধি