করোনার ভয়াল দাবা পড়লো বিরামপুরে

দিনাজপুরের বিরামপুর উপজেলায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।আক্রান্তের মধ্যে উপজেলার বিনাইল ইউনিয়নের ২জন এবং পৌর শহরের কলেজ বাজার এলাকার ১জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) এ পর্যন্ত মোট ১৪৪২ এর মধ্যে (৯ সে ৯) ৪ টি নমুনা পরীক্ষার পর ওই তিন জনসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ।

তিনি আরো বলেন, এদের মধ্যে দুইজন গাজীপুর জেলা থেকে এবং একজন ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন। উপজেলায় এই প্রথম তিনজন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। এতে আতংকিত হয়ে পড়েছেন এই উপজেলার মানুষজন

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, এ ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হবে।

বার্তা প্রেরকঃ

মাসুদ রানা

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন