রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ, ত্রানের দাবিতে এলাকাবাসীর আন্দোলন

(৯ মে শনিবার) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাঁঠাল বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকা বাসীরা মহাসড়ক অবরোধ করে।

এলাকাবাসী মনিরুজ্জামান জানান, আমরা কাজ পাচ্ছি না, বেকার হয়ে ঘরে বসে আছি। সরকারের অনুদান থেকেও আমরা বঞ্চিত, আমরা কোথায় যাবো।
আরেক এলাকাবাসী জানান, আমরা না খেয়ে মরে যাচ্ছি। পরিবারের সকলেরই অনাহারে দিন কাটছে। যতক্ষণ পর্যন্ত ত্রান পাবোনা, ততক্ষন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে জানান।
এ বিষয়ে দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমরা সমাধান করার চেষ্টা করছি।
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন